এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছায় সাকিব-মুস্তাফিজরা। এবারের আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে টাইগারারা। এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের।
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকালে বাংলাদেশে এসে পৌঁছান টাইগাররা। এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিব-লিটনরা।
শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ রানের জয় পেয়েছে শক্তিসালী ভারতের বিপক্ষে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলের খেলোয়াড়রা।