নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬১ বার পড়া হয়েছে
নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ ক্রোনা (৮৪ হাজার ইউরো) বাড়ানো হয়েছে। ফলে, ২০২৩ সালের নোবেলজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১ কোটি ১০ লাখ ক্রোনা (৯ লাখ ২৪ হাজার ইউরো) পাবেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক ঘোষণায় এ কথা জানিয়েছে নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন। তারা জানায়, প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো ও কমানো হয়েছে। তবে এবার অর্থমূল্য বেড়ে যাওয়ায় এযাবকালের সবচেয়ে বেশি মূল্যের নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন বিজয়ীরা।
আগামী অক্টোবরের শুরুতে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।