আগামীকাল নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৭ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রোববার নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ২২ সেপ্টেম্বর দেওয়া ভাষণে দেশের আর্থ-সামাজিক ও স্বাস্থ্যখাতের উন্নয়নের সাফল্য তুলে ধরবেন তিনি। যোগ দেবেন ৫টি উচ্চ পর্যায়ের সভায়। ১৯ সেপ্টেম্বর যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে।
প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ মুহিত বলেন, এসময় জাতিসংঘের ৫টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন শেখ হাসিনা। অংশ নেবেন কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের ৪টি উচ্চ পর্যায়ের সভায়।
রাষ্ট্রদূত আরও বলেন, এ সফরে প্রধানমন্ত্রী আরও কথা বলবেন রোহিঙ্গা সমস্যা, বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন নিয়ে। পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক সংকট, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় তাঁর বক্তব্যে উঠে আসবে। পরে ১৯ সেপ্টেম্বর যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে।
এছাড়া প্রতি বছরের মতো এ বছরও সাধারণ বিতর্ক পর্বে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক/বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেগুলোতে প্রধানমন্ত্রী অংশ নিবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতিকে স্মরণকালের বড় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে নিউইউর্কে। ম্যানহাটন মেরিয়ট দরবার হলে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেবেন শেখ হাসিনা। নিউইয়র্কে ম্যানহাটন লটোপ্যালেচ হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর যাবেন ওয়াশিংটনে।