ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মার্কিন ডলারের মান কমে এসেছে ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমে এসেছে। আগামী সপ্তাহে সুদের হার নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এখন সেদিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। ফলে মার্কিন মুদ্রার তেজ কমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ব্রিটিশ স্টার্লিংয়ের মূল্য বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ।

ব্রিটিশ এই মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ২৪৩৩ ডলারে। স্টার্লিংয়ের বিপরীতে ইউরোর দর সামান্য পরিবর্তন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্যমান হয়েছে ৮৫ দশমিক ৭৯ পেন্সে।

গতকাল স্থানীয় সময় শুক্রবার (১৫ ই সেপ্টেম্বর) প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৯ শতাংশ। বর্তমানে তা অবস্থান করছে ১০৫ দশমিক ২১ পয়েন্টে। চলতি বছরে সবচেয়ে সেরা পারফরম মুদ্রা হচ্ছে স্টার্লিং। গত জানুয়ারি থেকে আমেরিকান ডলার গ্রিনব্যাকের বিপরীতে মুদ্রাটির দাম বেড়েছ ২ দশমিক ৮ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। এর আগে সুদের হার ৪ শতাংশ বাড়িয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। ধারণা করা হচ্ছে, কঠোর মুদ্রানীতি থেকে সরে আসবে তারা।

নিউজটি শেয়ার করুন

মার্কিন ডলারের মান কমে এসেছে ব্রিটেনে

আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান কমে এসেছে। আগামী সপ্তাহে সুদের হার নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। এখন সেদিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। ফলে মার্কিন মুদ্রার তেজ কমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে ব্রিটিশ স্টার্লিংয়ের মূল্য বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ।

ব্রিটিশ এই মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ২৪৩৩ ডলারে। স্টার্লিংয়ের বিপরীতে ইউরোর দর সামান্য পরিবর্তন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির মূল্যমান হয়েছে ৮৫ দশমিক ৭৯ পেন্সে।

গতকাল স্থানীয় সময় শুক্রবার (১৫ ই সেপ্টেম্বর) প্রধান ৬ মুদ্রার বিপরীতে ডলার সূচক কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৯ শতাংশ। বর্তমানে তা অবস্থান করছে ১০৫ দশমিক ২১ পয়েন্টে। চলতি বছরে সবচেয়ে সেরা পারফরম মুদ্রা হচ্ছে স্টার্লিং। গত জানুয়ারি থেকে আমেরিকান ডলার গ্রিনব্যাকের বিপরীতে মুদ্রাটির দাম বেড়েছ ২ দশমিক ৮ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহে বৈঠকে বসবে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। এর আগে সুদের হার ৪ শতাংশ বাড়িয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। ধারণা করা হচ্ছে, কঠোর মুদ্রানীতি থেকে সরে আসবে তারা।