সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

- আপডেট সময় : ০৬:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৯০ বার পড়া হয়েছে

রেকর্ডময় চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৬৪ রানে হারিয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতায় আনলো দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সেঞ্চুরিয়ানে ৫ উইকেটে ৪১৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যা ওয়ানডেতে তাদের তৃতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন। মাত্র ৫৭ বলে তুলে নেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে মিলারকে সাথে করে ওয়ানডেতে দ্রুততম ৯৪ বলে ২২২ রানের জুটি গড়েন ক্লাসেন। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামেন তিনি।
মিলার অপরাজিত ছিলেন ৮২ রানে। ওডিআইতে প্রোটিয়ারাই সবচেয়ে বেশি সপ্তমবার ৪০০ বা তার বেশি রান করেছে। আর ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন অ্যাডাম জাম্পা। ১০ ওভারে দিয়েছেন ১১৩ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি কিছু করতে পারেনি সফরকারীরা। ৩৪ ওভার ৫ বলে মাত্র ২৫২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৫১ রানে দিয়ে ৪ উইকেট এনগিডির। আর রাবাদার শিকার তিনটি। অজিদের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন অ্যালেক্স ক্যারি।