Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের ৭৮তম অধিবেশনের শুরু হচ্ছে সোমবার

জাতিসংঘের ৭৮তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর)। বিভিন্ন সেশনে আলোচনা ও বিতর্ক চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

অধিবেশনে মূল আলোচনার পাশাপাশি ১৮ ও ১৯ সেপ্টেম্বর সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে হবে ‘এসডিজি সামিট’। এতে ২০৩০ সালের মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে। উন্নয়নে অর্থায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের আলচনা হবে ২০ সেপ্টেম্বর। একইদিন জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে হবে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট’। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন ১৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

জাতিসংঘের ৭৮তম এই অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’। আসিয়ান, জি-টোয়েন্টি ও সি-সেভেন্টি সেভেন সম্মেলনের রেশ না কাটতেই শুরু হচ্ছে এবারের এই অধিবেশন। আম্যাজন বনরক্ষায় সফল ভূমিকা রাখায় এতে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে। গেল বারের মতো আকর্ষণের কেন্দ্রে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘের ৭৮তম অধিবেশনের শুরু হচ্ছে সোমবার

আপডেট : ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

জাতিসংঘের ৭৮তম অধিবেশনের মূল পর্ব শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর)। বিভিন্ন সেশনে আলোচনা ও বিতর্ক চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

অধিবেশনে মূল আলোচনার পাশাপাশি ১৮ ও ১৯ সেপ্টেম্বর সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে হবে ‘এসডিজি সামিট’। এতে ২০৩০ সালের মধ্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে। উন্নয়নে অর্থায়ন বিষয়ে উচ্চ পর্যায়ের আলচনা হবে ২০ সেপ্টেম্বর। একইদিন জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে হবে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট’। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন ১৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

জাতিসংঘের ৭৮তম এই অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’। আসিয়ান, জি-টোয়েন্টি ও সি-সেভেন্টি সেভেন সম্মেলনের রেশ না কাটতেই শুরু হচ্ছে এবারের এই অধিবেশন। আম্যাজন বনরক্ষায় সফল ভূমিকা রাখায় এতে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে। গেল বারের মতো আকর্ষণের কেন্দ্রে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।