ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জায়েদ খানের ভক্ত চিত্রনায়িকা পূজা চেরী!

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ে না চিত্রনায়ক জায়েদ খানের। কেউ কেউ বলেন জায়েদ খানই একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই। অথচ কয়েকদিন আগেই আলোচনায় আসেন রাজধানীর শান্তিনগরের এক তরুণী, যিনি জায়েদ খানের ছবিযুক্ত বালিশে ঘুমান। আবার এমন ভক্তও আছেন, যাঁরা জায়েদ নামেই ফিদা। এবার জানা গেল জায়েদ খানের ভক্ত চিত্রনায়িকা পূজা চেরী! বাস্তবে নয়, তা ঘটছে রুপালি পর্দায়।

সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমার পর্দাতেই জায়েদ খানের ভক্তরূপে হাজির হচ্ছেন পূজা চেরী।

গত আগস্টে এক দফায় শুটিংয়ের পর আবারও আজ রোববার থেকে শুটিংয়ে নামছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। মূলত তাঁর অসুস্থতার জন্যই বন্ধ ছিল সিনেমাটির দৃশ্যধারণ। এবার আবারও শুরু হচ্ছে জায়েদ-পূজার চমক দিয়ে।

জানা যায়, ‘লিপস্টিক’ সিনেমার গল্পে আরেকটি ছবি নির্মাণের ঘটনা রয়েছে। সেই দৃশ্যে এক গ্রামে শুটিং করতে যান জায়েদ খান। আর সেখানেই ভক্ত হিসেবে হাজির হন পূজা চেরী। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন এ সিনেমার চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

বিষয়টি নিয়ে কথা বললেন জায়েদ খানও। তিনি বলেন, ‘আজ থেকে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। এখানে আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।’

এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো চিত্রনায়িকা পূজা চেরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান। তিনি বললেন, ‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’

প্রসঙ্গত, অ্যাকশন ও থ্রিলার ঘরানার নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরীর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। অন্য একটি মুখ্য চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জায়েদ খানের ভক্ত চিত্রনায়িকা পূজা চেরী!

আপডেট সময় : ০৭:৪০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ে না চিত্রনায়ক জায়েদ খানের। কেউ কেউ বলেন জায়েদ খানই একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই। অথচ কয়েকদিন আগেই আলোচনায় আসেন রাজধানীর শান্তিনগরের এক তরুণী, যিনি জায়েদ খানের ছবিযুক্ত বালিশে ঘুমান। আবার এমন ভক্তও আছেন, যাঁরা জায়েদ নামেই ফিদা। এবার জানা গেল জায়েদ খানের ভক্ত চিত্রনায়িকা পূজা চেরী! বাস্তবে নয়, তা ঘটছে রুপালি পর্দায়।

সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এই সিনেমার পর্দাতেই জায়েদ খানের ভক্তরূপে হাজির হচ্ছেন পূজা চেরী।

গত আগস্টে এক দফায় শুটিংয়ের পর আবারও আজ রোববার থেকে শুটিংয়ে নামছেন নির্মাতা কামরুজ্জামান রোমান। মূলত তাঁর অসুস্থতার জন্যই বন্ধ ছিল সিনেমাটির দৃশ্যধারণ। এবার আবারও শুরু হচ্ছে জায়েদ-পূজার চমক দিয়ে।

জানা যায়, ‘লিপস্টিক’ সিনেমার গল্পে আরেকটি ছবি নির্মাণের ঘটনা রয়েছে। সেই দৃশ্যে এক গ্রামে শুটিং করতে যান জায়েদ খান। আর সেখানেই ভক্ত হিসেবে হাজির হন পূজা চেরী। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন এ সিনেমার চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

বিষয়টি নিয়ে কথা বললেন জায়েদ খানও। তিনি বলেন, ‘আজ থেকে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। এখানে আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।’

এ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো চিত্রনায়িকা পূজা চেরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান। তিনি বললেন, ‘পূজা চেরী আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’

প্রসঙ্গত, অ্যাকশন ও থ্রিলার ঘরানার নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরীর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ। অন্য একটি মুখ্য চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।