০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর আবারও একসাথে মাহফুজ-অপি

নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় জুটি অপি করিম ও মাহফুজ আহমেদ। একসঙ্গে বহু নাটকে দেখা গেছে তাদের। ফের একসঙ্গে ওয়েব সিরিজে দেখা যাবে এ দুই তারকাকে। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। আগামী ৫ই অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এটি। সিরিজটি প্রযোজনা করেছে আলফা-আই।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে প্রশ্ন করলে পরিচালক শাফায়েত মনসুর রানা বলেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজ অদৃশ্য। এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজটি দর্শককে দেখানোর জন্য। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এ সিরিজের পেছনে। আশা করছি, দর্শক ভালোভাবে সিরিজটি গ্রহণ করবে।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও তার স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে রয়েছেন অপি করিম। সিরিজটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে অভিনয় করলেন তারা। সাগর জাহানের পরিচালনায় একক নাটক ‘নীল গ্রহ’-তে সবশেষ জুটি হিসেবে দেখা গিয়েছিল মাহফুজ-অপিকে।

মাহফুজ আহমেদ নাটক ও সিনেমায় সমান জনপ্রিয়। চলতি বছর ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। এবার অভিনয় জীবনে ওয়েব সিরিজ ”অদৃশ্য” দিয়ে তার নতুন সংযোজন ওটিটি প্ল্যাটফর্ম। সিরিজটি প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম, তার পরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ। তাই দর্শকের কেমন লাগল, তা জানার জন্য অপেক্ষায় আছি।’

অন্যদিকে দীর্ঘ সময় পর ওয়েব সিরিজে দেখা মিলতে যাচ্ছে অপি করিমের। ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’-তে অভিনয় করেছিলেন অপি। চার বছর পর আবার তার দেখা মিলবে আসন্ন ওয়েব সিরিজে। অদৃশ্য ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে অপি বলেন, ‘শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ঢাকা মেট্রো ওয়েব সিরিজের পর আবারো ওটিটিতে আমি কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।’

সিরিজের গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা জানান, সিরিজটি দর্শককে এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে, যা শেষ পর্ব পর্যন্ত দেখতে বাধ্য করবে। এ সিরিজ দর্শককে সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে, যা তাদের পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়।

ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার জন্য সুনাম রয়েছে শাফায়েত মনসুর রানার। অদৃশ্য সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পরিচালনা করলেন তিনি।

৬ বিশিষ্ট নাগরিককে সংস্কারের দায়িত্ব দিলেন ড. ইউনূস

দীর্ঘদিন পর আবারও একসাথে মাহফুজ-অপি

আপডেট : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নব্বই দশকের টিভি নাটকের জনপ্রিয় জুটি অপি করিম ও মাহফুজ আহমেদ। একসঙ্গে বহু নাটকে দেখা গেছে তাদের। ফের একসঙ্গে ওয়েব সিরিজে দেখা যাবে এ দুই তারকাকে। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। আগামী ৫ই অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এটি। সিরিজটি প্রযোজনা করেছে আলফা-আই।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে প্রশ্ন করলে পরিচালক শাফায়েত মনসুর রানা বলেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজ অদৃশ্য। এটি পরিচালনার অভিজ্ঞতা সত্যি আনন্দদায়ক। বিশেষ করে অপি আপা ও মাহফুজ ভাইয়ের সহযোগিতা ছাড়া এটা পসিবল ছিল না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজটি দর্শককে দেখানোর জন্য। আমি আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এ সিরিজের পেছনে। আশা করছি, দর্শক ভালোভাবে সিরিজটি গ্রহণ করবে।’

‘অদৃশ্য’ ওয়েব সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও তার স্ত্রী রিজওয়ানা আহমেদের চরিত্রে রয়েছেন অপি করিম। সিরিজটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে অভিনয় করলেন তারা। সাগর জাহানের পরিচালনায় একক নাটক ‘নীল গ্রহ’-তে সবশেষ জুটি হিসেবে দেখা গিয়েছিল মাহফুজ-অপিকে।

মাহফুজ আহমেদ নাটক ও সিনেমায় সমান জনপ্রিয়। চলতি বছর ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা। এবার অভিনয় জীবনে ওয়েব সিরিজ ”অদৃশ্য” দিয়ে তার নতুন সংযোজন ওটিটি প্ল্যাটফর্ম। সিরিজটি প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম, তার পরও ওটিটিতে এটি আমার প্রথম কাজ। তাই দর্শকের কেমন লাগল, তা জানার জন্য অপেক্ষায় আছি।’

অন্যদিকে দীর্ঘ সময় পর ওয়েব সিরিজে দেখা মিলতে যাচ্ছে অপি করিমের। ২০১৯ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’-তে অভিনয় করেছিলেন অপি। চার বছর পর আবার তার দেখা মিলবে আসন্ন ওয়েব সিরিজে। অদৃশ্য ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে অপি বলেন, ‘শাফায়েত মনসুর রানার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ঢাকা মেট্রো ওয়েব সিরিজের পর আবারো ওটিটিতে আমি কাজ করলাম আর মাহফুজ আহমেদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সবসময়ই আনন্দের।’

সিরিজের গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা জানান, সিরিজটি দর্শককে এমন এক রহস্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে, যা শেষ পর্ব পর্যন্ত দেখতে বাধ্য করবে। এ সিরিজ দর্শককে সাসপেন্স, ড্রামা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর জার্নির মধ্য দিয়ে নিয়ে যাবে, যা তাদের পৌঁছে দেবে একটি অনন্য অভিজ্ঞতায়।

ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার জন্য সুনাম রয়েছে শাফায়েত মনসুর রানার। অদৃশ্য সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর পরিচালনা করলেন তিনি।