নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট: ইসি আনিছুর
- আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৬০৯ বার পড়া হয়েছে
আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, ভোট হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।
আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনিছুর রহমান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের নভেম্বর মাসে। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে।
নির্বাচন ঘনিয়ে এলেও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি দেশের দুই বৃহৎ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের জোট শরীকরা। অন্যদিকে, বিএনপির দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ বলছে, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় সেটি আর ফিরিয়ে আনার সুযোগ নেই। নির্বাচন হবে বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন কমিশনের অধীনে।
অবশ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলই অংশ নেবে বলে আশা করছেন ইসি আনিছুর। তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের ওপর নির্ভর করে না। দলের অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এতে আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। আমাদের দেড় বছর পার হয়েছে। শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সকল দলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি। এখনো আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়।’
বিএনপির আন্দোলন কর্মসূচির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বিষয়, এতে আমাদের এখতিয়ার নাই। তবে বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। এখনো বিএনপির জন্য আমাদের দরজা খোলা আছে। তারা যদি আসতে চায়, আমরা ওয়েলকাম করব। আশা করছি এগুলোর সবকিছু সমাধান হয়ে যাবে। কারণ, আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক।’
এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান আনিছুর রহমান। সংবিধান অনুযায়ী ইসি ভোটের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।