নিউ ইংল্যান্ড উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘লি’
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চল আঘাত হেনেছে হারিকেন ‘লি’। প্লাবিত হয়েছে সেখানকার রাস্তা-ঘাট। বিদুৎবিচ্ছিন্ন হাজারও মানুষ। হারিকেনের প্রভাবে মেইন রাজ্যে প্রাণহানি হয়েছে একজনের।
হারিকেনটির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় অংশ। বাতিল করা হয়েছে নোভা স্কটিয়ার বৃহত্তম বিমানবন্দর হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড ইন্টারন্যাশনাল এর সমস্ত ফ্লাইট। বিদ্যুবিহীন রয়েছে সেখানকার ১ লাখ ২০ হাজার বাসিন্দা।
একইসাথে হারিকেনটি আঘাত হেনেছে দেশটির নিউ ব্রান্সউইক প্রদেশে। এদিকে, শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় লিবিয়ার দেরনা শহরে মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে, উত্তর-পূর্ব লিবিয়া জুড়ে ৪০ হাজরের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।