ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রায় ৫ ফুট লম্বা চুল নিয়ে বিশ্ব রেকর্ড কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৭২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবচেয়ে লম্বা চুলের কিশোর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। এই কিশোর এ পর্যন্ত কখনো চুল কাটেনি। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯ দশমিক ৫ ইঞ্চি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী সিদাকদীপ। চুল পরিষ্কারের জন্য ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। প্রায় ৫ ফুট লম্বা চুল পরিষ্কার করতে সাধারণত মায়ের সাহায্য নেয় সে। মায়ের সাহায্য না নিলে চুল পরিষ্কার করতে একদিন মতো সময় লেগে যায়।

শিখদের প্রচলিত ধরনে চুল বেঁধে একটি পাগড়ি দিয়ে জড়িয়ে রাখেন সিদাকদীপ। যদিও সিদাকদীপের পরিবার কিংবা শিখ বন্ধুদের কারোরই তার মতো লম্বা চুল নেই।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে সিদাকদীপকে নিয়ে মজা করত বন্ধুরা। এ কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিল সে। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করে এই ভারতীয় কিশোর।

নিউজটি শেয়ার করুন

প্রায় ৫ ফুট লম্বা চুল নিয়ে বিশ্ব রেকর্ড কিশোরের

আপডেট সময় : ০৬:১৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সবচেয়ে লম্বা চুলের কিশোর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সিদাকদীপ সিং চাহাল। এই কিশোর এ পর্যন্ত কখনো চুল কাটেনি। তার চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯ দশমিক ৫ ইঞ্চি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সী সিদাকদীপ। চুল পরিষ্কারের জন্য ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় তাকে। প্রায় ৫ ফুট লম্বা চুল পরিষ্কার করতে সাধারণত মায়ের সাহায্য নেয় সে। মায়ের সাহায্য না নিলে চুল পরিষ্কার করতে একদিন মতো সময় লেগে যায়।

শিখদের প্রচলিত ধরনে চুল বেঁধে একটি পাগড়ি দিয়ে জড়িয়ে রাখেন সিদাকদীপ। যদিও সিদাকদীপের পরিবার কিংবা শিখ বন্ধুদের কারোরই তার মতো লম্বা চুল নেই।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে সিদাকদীপকে নিয়ে মজা করত বন্ধুরা। এ কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিল সে। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করে এই ভারতীয় কিশোর।