ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছেন। জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মর্নিং কনসাল্টের গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বকে সমর্থন করেন। আর ১৮ শতাংশ মানুষ মনে করেন, মোদি নেতা হওয়ার যোগ্য নন। এ ছাড়া ৬ শতাংশ মানুষ কোনো মতামত দেননি।

জরিপে ৬৪ শতাংশ ভোট পেয়ে মোদির পরের অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। আর ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (সাবেক টু্‌ইটার) পোস্টে লিখেছেন, সর্বশেষ মর্নিং কনসাল্টের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সমসাময়িক বিশ্বনেতাদের মধ্যে অতুলনীয়। এটি শুধু পররাষ্ট্রনীতিতে মোদি মতবাদের সাফল্যেরই প্রমাণ নয়, বরং এটি লাখ লাখ মানুষকে দারিদ্রমুক্ত করা, তাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাঁর প্রতি জনগণের অপরিসীম আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি।

উল্লেখ্য, এর আগের জরিপেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। চলতি বছরের জরিপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন মাত্র ৪০ শতাংশ ভোট। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী ৩৭ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৭ শতাংশ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ২৪ শতাংশ ভোট পেয়েছেন।

মর্নিং কনসাল্ট জানিয়েছে, গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক মানুষের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার মানুষ জরিপে অংশ নেয়। এ ছাড়া অন্যান্য দেশে গড়ে ৫০০ থেকে ৫০০০ মানুষ জরিপে অংশ নিয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট বিভিন্ন দেশের রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা এবং ভোটদানের সমস্যাগুলোর ওপর রিয়েল-টাইম পোলিং বা জরিপ করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদি

আপডেট সময় : ০৭:২৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছেন। জরিপটি চালিয়েছে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মর্নিং কনসাল্টের গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বকে সমর্থন করেন। আর ১৮ শতাংশ মানুষ মনে করেন, মোদি নেতা হওয়ার যোগ্য নন। এ ছাড়া ৬ শতাংশ মানুষ কোনো মতামত দেননি।

জরিপে ৬৪ শতাংশ ভোট পেয়ে মোদির পরের অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। আর ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স (সাবেক টু্‌ইটার) পোস্টে লিখেছেন, সর্বশেষ মর্নিং কনসাল্টের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সমসাময়িক বিশ্বনেতাদের মধ্যে অতুলনীয়। এটি শুধু পররাষ্ট্রনীতিতে মোদি মতবাদের সাফল্যেরই প্রমাণ নয়, বরং এটি লাখ লাখ মানুষকে দারিদ্রমুক্ত করা, তাদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাঁর প্রতি জনগণের অপরিসীম আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি।

উল্লেখ্য, এর আগের জরিপেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। চলতি বছরের জরিপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন মাত্র ৪০ শতাংশ ভোট। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী ৩৭ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৭ শতাংশ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ২৪ শতাংশ ভোট পেয়েছেন।

মর্নিং কনসাল্ট জানিয়েছে, গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি দেশের প্রাপ্তবয়স্ক মানুষের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৪৫ হাজার মানুষ জরিপে অংশ নেয়। এ ছাড়া অন্যান্য দেশে গড়ে ৫০০ থেকে ৫০০০ মানুষ জরিপে অংশ নিয়েছে।

পরামর্শক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্ট বিভিন্ন দেশের রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা এবং ভোটদানের সমস্যাগুলোর ওপর রিয়েল-টাইম পোলিং বা জরিপ করে থাকে।