ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৮২ বার পড়া হয়েছে
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় বার্সেলস শহরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বার্সেলসে উড়োজাহাজ বিধস্তের ঘটনায় দুই পাইলট ও ১২ আরোহীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। উড়োজাহাজটিতে থাকা সবাই মারা গেছেন
বার্সেলস শহরের গভর্নর উইলসন লিমা এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলস শহরটি অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটির সবাই ব্রাজিলের নাগরিক ছিল।