০৮:০৫ অপরাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর গোলে আল নাসরের জয়

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৮:০২:০১ পূর্বাহ্ন, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৪ দেখেছেন

কার্ড সমস্যায় পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই আক্ষেপ নিয়ে গতকাল সৌদি প্রো লিগের ম্যাচ খেলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। আল রাইদের বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ে একটি গোলও করেছেন রোনালদো।

ইউরো বাছাইয়ে গত সোমবার লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের জয়োৎসব ছিলো ৯-০ গোলে। দেশের পক্ষে সবচেয়ে বড়ো জয়ে অবদান রাখতে না পারার আক্ষেপ রোনালদোকে সৌদি লিগের ম্যাচেও তাড়িয়ে বেড়ায়।

শনিবার শট মিস, ফ্রি-কিক মিসে হতাশায় মুষড়ে পড়েছেন, রেফারির বাঁশিতে বিরক্ত প্রকাশ করেছেন ৩৮ বছরের রোনালদো। অবশ্য ৪৫ মিনিটে সাদিও মানে গোল করায় স্বস্তি নিয়েই বিরতিতে যায় নাসর। দুই মিনিট পরেই সেনেগালের এই তারকা ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রাইদের বান্দের হোয়াইশি। ১০ জনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল তুলে নেয় রোনালদোর দল। ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা ব্যবধান বাড়ানোর পর ৭৮ মিনিটে রোনালদো স্কোরলাইন ৩-০ করেন। লিগে এটি তার সপ্তম আর ক্যারিয়ারে ৮৫১তম গোল। শেষ দিকে রাইদের মোহাম্মদ ফুজাইর পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন। ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে রয়েছে গত মৌসুমের রানার্সআপরা।

নাইকো মামলা: ১২ সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ

রোনালদোর গোলে আল নাসরের জয়

আপডেট : ০৮:০২:০১ পূর্বাহ্ন, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

কার্ড সমস্যায় পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই আক্ষেপ নিয়ে গতকাল সৌদি প্রো লিগের ম্যাচ খেলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। আল রাইদের বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ে একটি গোলও করেছেন রোনালদো।

ইউরো বাছাইয়ে গত সোমবার লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের জয়োৎসব ছিলো ৯-০ গোলে। দেশের পক্ষে সবচেয়ে বড়ো জয়ে অবদান রাখতে না পারার আক্ষেপ রোনালদোকে সৌদি লিগের ম্যাচেও তাড়িয়ে বেড়ায়।

শনিবার শট মিস, ফ্রি-কিক মিসে হতাশায় মুষড়ে পড়েছেন, রেফারির বাঁশিতে বিরক্ত প্রকাশ করেছেন ৩৮ বছরের রোনালদো। অবশ্য ৪৫ মিনিটে সাদিও মানে গোল করায় স্বস্তি নিয়েই বিরতিতে যায় নাসর। দুই মিনিট পরেই সেনেগালের এই তারকা ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রাইদের বান্দের হোয়াইশি। ১০ জনের দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল তুলে নেয় রোনালদোর দল। ৪৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা ব্যবধান বাড়ানোর পর ৭৮ মিনিটে রোনালদো স্কোরলাইন ৩-০ করেন। লিগে এটি তার সপ্তম আর ক্যারিয়ারে ৮৫১তম গোল। শেষ দিকে রাইদের মোহাম্মদ ফুজাইর পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন। ছয় ম্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে রয়েছে গত মৌসুমের রানার্সআপরা।