Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ করতে পারে: নানক

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ করতে পারে। বিএনপির এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। শান্তিপূর্ণ রোডমার্চকে স্বাগত জানায় আওয়ামী লীগ, বলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এলাকার সাবেক এই সংসদ সদস্য।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে সত্যিকারের ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সম্ভব সব কিছু করা হবে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ব্যবসায়ীদেরও একটি তদন্ত কমিটি করার পরামর্শ দেন তিনি। বলেন, কোন অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেয়া হবে না।

এসময় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনে অংশ নেয়া ছাড়া অস্তিত্ব রক্ষার জন্য বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই। তাই ভুল পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনের পথে আসার পরামর্শ দেন জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া ৩৪৩টি দোকানের মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজা।

এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যেরে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ করতে পারে: নানক

আপডেট : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি রোডমার্চ করতে পারে। বিএনপির এ রোডমার্চ যেন শান্তিপূর্ণ থাকে। শান্তিপূর্ণ রোডমার্চকে স্বাগত জানায় আওয়ামী লীগ, বলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে রবিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এলাকার সাবেক এই সংসদ সদস্য।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে সত্যিকারের ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সম্ভব সব কিছু করা হবে। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ব্যবসায়ীদেরও একটি তদন্ত কমিটি করার পরামর্শ দেন তিনি। বলেন, কোন অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেয়া হবে না।

এসময় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনে অংশ নেয়া ছাড়া অস্তিত্ব রক্ষার জন্য বিএনপির সামনে আর কোনো পথ খোলা নেই। তাই ভুল পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনের পথে আসার পরামর্শ দেন জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া ৩৪৩টি দোকানের মধ্যে ২১৭টি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজা।

এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যেরে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।