সরকার পতনের একদফা দাবিতে দেশের পাঁচ বিভাগে রোড মার্চ ও রাজধানীতে ছয়টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোডমার্চ, ঢাকা ও পাশের জেলায় সমাবেশ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে সারাদেশে দোয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরাণীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ; ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ; একইদিন বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
নজরুল ইসলাম খান আরও বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালীতে রোডমার্চ; ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ; ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন; ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ; ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ; ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন; ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ; ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ; ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মীরসরাই ও চট্টগ্রামে রোড মার্চ।’
এছাড়া আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নজরুল ইসলাম খান।
আন্দোলনের গতি-প্রকৃতি যে কোন সময় আরও কঠোর হতে পারে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় রোববার রাতে তাকে সিসিইউতে নেয়া হয়। তাঁর জীবন রক্ষায় দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
বিএনপি’র কিছু পুরনো নেতাদের তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার খবর বিএনপিতে ভাংগনের ইঙ্গিত কিনা এমন প্রশ্নে বিষয়টিকে উড়িয়ে দেন বিএনপি মহাসচিব।