বার্সেলোনাকে টপকে গেল রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ১১:৫৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৬ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়যাত্রা চলছেই। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পিছিয়ে পড়ে ২-১ গোলে জয় তুলে নেয় মাদ্রিদ জায়ান্টরা। টানা পঞ্চম জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছ থেকে শীর্ষস্থানও কেড়ে নিয়েছে গত মৌসুমের রানার্সআপরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল এদিন লিগ ম্যাচ খেলতে নেমেই গোল হজম করে বসে। পঞ্চম মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে নেন অ্যান্ডার বার্নেটজিয়া। ওই গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনসেলোত্তির দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে স্বাগতিকদের গোলের স্বস্তিতে ভাসান উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। বক্সের প্রান্ত থেকে তার জোরালো শট বাঁ-পোস্টে লেগে ঠিকানা খুঁজে নেয়। ৬০ মিনিটে জোসেলুর গোলে ব্যবধান বাড়ায় রিয়াল।
স্বদেশী ডিফেন্ডার ফ্রান গার্সিয়ার ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ স্ট্রাইকার। এরপর আক্রমণে থেকেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। পাঁচ খেলায় পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে দুই পয়েন্ট পেছনে ফেলে লিগ শীর্ষে রিয়াল।
বুধবার এই মাঠেই জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করবে রেকর্ড ১৪বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।