ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি-বেতন নিশ্চিত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীকর্মীরা বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে যেন চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পায়, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন এবং আয়েশা ফেরদাউস বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রবাসীকর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাদের স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়।

বৈঠকে দক্ষ প্রবাসীকর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়ানোর জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে চাকরি-বেতন নিশ্চিত করার সুপারিশ

আপডেট সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রবাসীকর্মীরা বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে যেন চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পায়, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন এবং আয়েশা ফেরদাউস বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রবাসীকর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাদের স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়।

বৈঠকে দক্ষ প্রবাসীকর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়ানোর জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।