কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা
- আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৬ বার পড়া হয়েছে
কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার শর্তের অংশ হিসেবে ইতোমধ্যে জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে স্থানান্তর করা হয়।
সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের পাঁচজন করে ১০ জন বন্দীকে মুক্তি দেবে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে। অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সাংবাদিকদের বলেন, ‘সোমবার দিন শেষের আগেই বন্দিবিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে।’
এদিকে ইরানের এক কর্মকর্তা জানান, ইরানে বন্দী থাকা যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিককে মুক্তি দেওয়ার অংশ হিসেবে প্রথমে তাদের তেহরান বিমানবন্দরে নেওয়া হবে। এরপর সেখান থেকে তাদের কাতারের দোহায় নেয়া হবে। বন্দীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন।
মার্কিন বন্দীদের আনার জন্য ইতিমধ্যে কাতারের একটি উড়োজাহাজ তেহরানে পৌঁছেছে। উড়োজাহাজটি দোহা বিমানবন্দরে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন সাংবাদিকরা। সূত্র: রয়টার্স