ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতে কলকাতায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সালমান খানের এই নায়িকার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৬ সালে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই প্রতারণার অভিযোগ করেছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

গতকাল এই অভিযোগের চার্জশিট পেশ করা হয় শিয়ালদহ কোর্টে। কিন্তু আদালতে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। বারবার কোর্টে অনুপস্থিত থাকার কারণে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রে বলা হয়, ২০১৬ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছিয়ে দিতে থাকেন। উপায় না পেয়ে জারিনের নামে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হলো জারিন ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে। পরবর্তী পদক্ষেপ হিসেবে জারিন খানকে নোটিস দেওয়া হতে পারে। তাতেও অভিনেত্রীর তরফে সাড়া না মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, সালমানের হাত ধরে বলিউডে পা রাখেন জারিন। অভিনেত্রীর প্রথম ছবি ‌‘বীর’। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেই সময়ে। এরপর তেমন উল্লেখযোগ্য কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। বর্তমানেও সিনেমা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রতারণার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতে কলকাতায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সালমান খানের এই নায়িকার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৬ সালে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই প্রতারণার অভিযোগ করেছিল পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

গতকাল এই অভিযোগের চার্জশিট পেশ করা হয় শিয়ালদহ কোর্টে। কিন্তু আদালতে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। বারবার কোর্টে অনুপস্থিত থাকার কারণে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রে বলা হয়, ২০১৬ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছিয়ে দিতে থাকেন। উপায় না পেয়ে জারিনের নামে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয় ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হলো জারিন ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে। পরবর্তী পদক্ষেপ হিসেবে জারিন খানকে নোটিস দেওয়া হতে পারে। তাতেও অভিনেত্রীর তরফে সাড়া না মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, সালমানের হাত ধরে বলিউডে পা রাখেন জারিন। অভিনেত্রীর প্রথম ছবি ‌‘বীর’। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেই সময়ে। এরপর তেমন উল্লেখযোগ্য কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। বর্তমানেও সিনেমা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী।