মত প্রকাশের স্বাধীনতাকে পুঁজি করে মুসলমানদের অনুভূতিতে আঘাত দেয়া বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রবিবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন এরদোগান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা এরদোগান বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য উসকানি দিয়ে সাধারণ মুসলিমদের উত্তেজিত করা। ধর্মগ্রন্থের অবমাননাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল ও নিরাপত্তা পরিষদে তুলে ধরতে তুরস্কের অগ্রণী ভূমিকার কথা মনে করিয়ে দেন এরদোগান।
কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের দু'শ' কোটি মুসলিমের অন্তরে আঘাত দিয়ে স্বাধীন মত প্রকাশের অজুহাত দিলে মানবে না তুরস্ক। সচেতন না হলে আগামীতে ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা ও বিশ্বাসের ওপর আঘাত আসবে বলে সতর্ক করেন এরদোগান।