ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন নেই’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র ঢাকার সাথে একযোগে কাজ করতে চায়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। একই সাথে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালুকরণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটা একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন নেই’

আপডেট সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নেই বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র ঢাকার সাথে একযোগে কাজ করতে চায়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। একই সাথে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালুকরণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটা একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী।