ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্বাস্থ্যসেবা ও মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও করোনা মহামারি মোকাবিলার প্রশংসা করেছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধ্যানম গেব্রিয়াসুস। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে এই বৈঠক হয়।

এসময় বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা আরও মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা চান। এই বৈঠকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ম্যানহাটন রকফেলার সেন্টারে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ বিষয়ক উচ্চ-পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৬টায় জাতিসংঘে জার্মানির সদস্য পদের ৫০ বছর পূর্তির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা। এছাড়া, বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্য সহযোগিতাসহ ৩ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কে পৌঁছান। তাঁদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাস্থ্যসেবা ও মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আপডেট সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও করোনা মহামারি মোকাবিলার প্রশংসা করেছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধ্যানম গেব্রিয়াসুস। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে এই বৈঠক হয়।

এসময় বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা আরও মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা চান। এই বৈঠকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ম্যানহাটন রকফেলার সেন্টারে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ বিষয়ক উচ্চ-পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৬টায় জাতিসংঘে জার্মানির সদস্য পদের ৫০ বছর পূর্তির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা। এছাড়া, বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্য সহযোগিতাসহ ৩ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় গতকাল সোমবার সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কে পৌঁছান। তাঁদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।