বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র সচিবের মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠককে ‘ফলপ্রসূ আলোচনা’ হিসেবে বর্ণনা করেন আজরা জেয়া।
বৈঠকের পর মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া একটি টুইটে, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আবার আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।’
বৈঠকে রোহিঙ্গা ও তাদের আতিথ্যকারী সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান এই মার্কিন কর্মকর্তা।