রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সার্ভার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৬৯ বার পড়া হয়েছে

রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আজ মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার নাগাদ এই সেবা আবার চালু হতে পাওে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার কিছু সময়ের জন্য ডাউন রাখা হয়েছে।
দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।