ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হলে বাংলাদেশসহ পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়বে। সংকট এড়াতে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সমাধান বের করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি। আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সরকারের মানবিক কাজে সবসময় সহযোগী হিসেবে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

অধিক সংখ্যক মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে অংশীদারদের আরো সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশীপ মিটিং। মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের এই পার্টনারশীপ মিটিংয়ের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সভার প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সম্প্রতি কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধসহ টিকা প্রদানে সরকারের বিভিন্ন কার্যক্রমে অন্যতম সহযোগী হিসেবেও প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের কাজের পরিধি আরো সম্প্রসারিত করতে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, মানবিক কারণে বাংলাদেশে মিয়ানমারের ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। যাদের জোরপূর্বক উদ্বাস্তু করা হয়েছিল। যা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এই সংকটের একটি টেকসই সমাধান আর্ন্তজাতিক সম্প্রদায়কে বের করতে হবে।

মানবিক কারণে মিয়ানমারের উদ্বাস্তু ১২ লাখ নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় মানবিক সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তবে এটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এই সংকটের সমাধান খুঁজে বের করতে হবে। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন না হলে এবং মানবিক সহায়তার ঘাটতি হলে পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়তে পারে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সকল অংশীজনদের সহযোগিতা চান তিনি।

নিউজটি শেয়ার করুন

‘রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল’

আপডেট সময় : ১০:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হলে বাংলাদেশসহ পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়বে। সংকট এড়াতে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সমাধান বের করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি। আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সরকারের মানবিক কাজে সবসময় সহযোগী হিসেবে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

অধিক সংখ্যক মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দিতে অংশীদারদের আরো সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ম পার্টনারশীপ মিটিং। মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের এই পার্টনারশীপ মিটিংয়ের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সভার প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি বলেন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সম্প্রতি কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধসহ টিকা প্রদানে সরকারের বিভিন্ন কার্যক্রমে অন্যতম সহযোগী হিসেবেও প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের কাজের পরিধি আরো সম্প্রসারিত করতে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, মানবিক কারণে বাংলাদেশে মিয়ানমারের ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। যাদের জোরপূর্বক উদ্বাস্তু করা হয়েছিল। যা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এই সংকটের একটি টেকসই সমাধান আর্ন্তজাতিক সম্প্রদায়কে বের করতে হবে।

মানবিক কারণে মিয়ানমারের উদ্বাস্তু ১২ লাখ নাগরিককে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় মানবিক সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তবে এটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এই সংকটের সমাধান খুঁজে বের করতে হবে। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন না হলে এবং মানবিক সহায়তার ঘাটতি হলে পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়তে পারে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের সব খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে সকল অংশীজনদের সহযোগিতা চান তিনি।