সরকার দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশকে অত্যাচার নির্যাতনের কারখানায় পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, বিরোধী দল দমনে নেতাকর্মীদের সাজা ও নতুন নতুন মামলার পথেই হাঁটছে ক্ষমতাসীনরা। অস্তিত্ব রক্ষায় এবার সর্বশক্তি প্রয়োগ করে সরকারের পতন নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির অনুষ্ঠানের আয়োজন করে।
এতে দলের সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের অপশাসনে দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। জনদাবি উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এরআগে সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র একাংশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিচার বিভাগ গণমাধ্যমসহ গণতান্ত্রিক প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের মূল চেতনাকে নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার।
এবার আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে দলমত নির্বিশেষে পেশাজীবী সংগঠনসহ সকলে মিলে জাতীয় ঐক্যের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।