হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন নরেন্দ্র মোদি
- আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৪ বার পড়া হয়েছে
নতুন অনেক সুবিধা যুক্ত হয়েছে বার্তা আদান-প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে। এর সর্বশেষ সংযোজন ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ নামের ফিচার। জনপ্রিয় তারকারাও এই চ্যানেল তৈরি করছেন। এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার চালু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সপ্তাহেই এই ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি চালু করার সবচেয়ে বড় সুবিধা হলো, প্রিয় ব্যক্তিদের সম্পর্কে সব আপডেট হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে কথা বলার পাশাপাশি, লেটেস্ট আপডেটগুলো সহজে পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আপডেট সব তথ্য সবাইকে জানাতে এবার চ্যানেল চালু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে তাঁকে নিয়ে আপডেট তথ্য জানা যাবে। বলে রাখা ভালো, ভারতে হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম।
হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবেহোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে
নরেন্দ্র মোদির চ্যানেলে যুক্ত হতে হলে প্রথমে আপডেট করে নিতে হবে হোয়াটসঅ্যাপ। এর পর হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপডেট অপশনে ক্লিক করতে হবে। নিচে লেখা ফাইন্ড চ্যানেলে প্রবেশ করতে হবে। সেখানেই চ্যানেলের নাম আসবে। তাতে নরেন্দ্র মোদির নাম যোগ করে নিলেই হবে। সার্চ করেও এই নাম পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেসব সুবিধা থাকছে
অটোমেটিক্যালি ফিল্টার করা যেকোনো চ্যানেল খুঁজে নেওয়া যাবে। পাশাপাশি সেই সব চ্যানেল ফলো করাও যাবে। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আপডেটে ইমোজি রিঅ্যাকশন করে নিজের ফিডব্যাক জানানোর সুযোগ থাকছে।
একটি চ্যানেলের অ্যাডমিন তার আপডেটের পরিবর্তন সম্পাদনা করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। এরপর তা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। আপডেট অন্য কোনো অ্যাকাউন্ট বা গ্রুপে পাঠালে তাতে সেই চ্যানেলের একটি লিঙ্কও তাতে যুক্ত থাকবে। যাতে করে ব্যবহারকারীরা সেই বিষয় ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।