৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি
- আপডেট সময় : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া তৃণমূল বিএনপি’র নেতারা। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল এ সব কথা জানান দলটির নেতারা।
সম্মেলনে অংশ নেন বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী এবং চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে নাজমুল হুদার মেয়ে ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা জানান, দেশে একটি সুস্থ রাজনীতির প্রচলন করতে হবে।
অ্যাডভোকেট অন্তরা সেলিম হুদা বলেন, ‘বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে’।
তিনি এসময় তাঁর বক্তব্য তার বাবা নাজমুল হুদা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের নানা বিষয় তুলে ধরেন। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ে নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনে তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থী দেবেন ৩০০ আসনে।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় দলটি নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হুদা। তাঁর মৃত্যুর পর ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা। তবে প্রথমবারের মতো সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব আসবে।
তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন দল গঠন করেন। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর, ২০১৫ সালে তৃণমূল বিএনপি গঠন করেন নাজমুল হুদা। নির্বাচন কমিশনে নিবন্ধিত এই দলের প্রতীক সোনালি আঁশ।