আজারবাইজানের কারাবাখ ‘যুদ্ধ বন্ধের’ আহ্বান জাতিসংঘ প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৯:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার নাগোর্নো-কারাবাখ ‘অবিলম্বে যুদ্ধ বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। সেখানে আজারবাইজান বাহিনী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। খবর এএফপি’র।
গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘মহাসচিব এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করার ও উত্তেজনা হ্রাসের পাশাপাশি ২০২০ সালের যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা কঠোরভাবে পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।’