ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি সেনার গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় পৃথক দুটি ঘটনায় চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দখলকৃত গাজার পশ্চিম তীরে অভিযানের সময় তিনজন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি পৃথক ঘটনায় আরেকজনকে ফিলিস্তিনি গুলিতে নিহত হন।

আজ বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালান ইসরায়েলের সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছেন, হামলায় আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের নাম এখনো জানা যায়নি। তবে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম ইউসেফ সালেম রাদওয়ান (২৫)। গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী তাঁকে গুলি করেছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা হত্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা বলেছে, গাজাকে ইসরায়েল থেকে আলাদা করা সীমান্ত প্রাচীরের কাছে দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল। এ সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরক নিয়ে হামলার চেষ্টা করে। সেখানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে রোববার ইসরায়েল এক ঘোষণায় জানায়, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ণ করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

ফিলিস্তিনি বেসামরিক বিষয়ের জন্য দায়ী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট সিওজিএটি বলেছে, ক্রসিংটি পুনরায় চালু করা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর ভিত্তি করে চলমান মূল্যায়ন সাপেক্ষে হবে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি সেনার গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

গাজায় পৃথক দুটি ঘটনায় চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দখলকৃত গাজার পশ্চিম তীরে অভিযানের সময় তিনজন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি পৃথক ঘটনায় আরেকজনকে ফিলিস্তিনি গুলিতে নিহত হন।

আজ বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এর আগে মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালান ইসরায়েলের সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছেন, হামলায় আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের নাম এখনো জানা যায়নি। তবে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে একজনের নাম ইউসেফ সালেম রাদওয়ান (২৫)। গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী তাঁকে গুলি করেছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা হত্যার বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা বলেছে, গাজাকে ইসরায়েল থেকে আলাদা করা সীমান্ত প্রাচীরের কাছে দাঙ্গাকারীরা জড়ো হয়েছিল। এ সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরক নিয়ে হামলার চেষ্টা করে। সেখানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে রোববার ইসরায়েল এক ঘোষণায় জানায়, সীমান্তে বিক্ষোভ এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ণ করে তারা বেইত হ্যানউন ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। ওই পথ বন্ধ করে দেওয়ার কারণেই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ শুরু করেন।

ফিলিস্তিনি বেসামরিক বিষয়ের জন্য দায়ী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট সিওজিএটি বলেছে, ক্রসিংটি পুনরায় চালু করা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর ভিত্তি করে চলমান মূল্যায়ন সাপেক্ষে হবে।