আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যেই বিশ্বকাপকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিতে মুক্তি দেয়া হয়েছে বিশ্বকাপের থিম সং।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় মুক্তি দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’র। হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে এবারের থিম সং।
এবারের বিশ্বকাপের থিম সং-এর নাম ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ-‘হৃদয় উদযাপন করে’। থিম সং-এ পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনবীর সিং। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম।