ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রতিবন্ধী শিল্পীর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সালে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে খেলতেন তখন ফাতেম হাম্মামি রোনালদোর প্রতিকৃতি এঁকেছিলেন। হাম্মামির এই প্রতিকৃতির একটা বিশেষত্ব ছিল। তিনি রোনালদোর প্রতিকৃতি এঁকেছিলেন পা দিয়ে। শরীরের ৮৫ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত একজন নারী শিল্পীর এমন দুর্দান্ত শিল্পকর্ম তখন নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। সে সময় ইনস্টাগ্রামে পোস্ট করে ফাতেম লিখেছিলেন, ‘খুশি হতাম যদি রোনালদো আমার কাজগুলো দেখতো।’

রোনালদো ইরানে পৌঁছার পরই অফিশিয়ালরা আল নাসরের অফিশিয়ালদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এরপর তারা তারকা এই ফুটবলারের সঙ্গে হাম্মামির দেখা করার ব্যবস্থা করেন। এক হোটেলে রোনালদোর সঙ্গে দেখা হয় তার। সেখানে রোনালদোকে দুটি প্রতিকৃতি উপহার দেন ফাতেম হাম্মামি। আর রোনালদো উপহার দেন আল নাসরের জার্সি।

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরানে এসেছিলেন রোনালদো। ম্যাচের আগে ইরানের মানুষ দারুণভাবে অভ্যর্থনা জানায় তারকা এই ফুটবলারকে। মাঠে নামার আগে রোনালদোও তাদের মন জয় করে নিয়েছিলেন। বিশেষ করে ফাতেম হাম্মামির সঙ্গে দেখা করে।

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত-সমর্থক রয়েছে পুরো বিশ্বজুড়েই। তেমনই একজন ইরানের শিল্পী ফাতেম হাম্মামি নাসরাদি। রোনালদোকে নিজের একটি কাজ দেখানোর ইচ্ছে দীর্ঘদিনের, কিন্তু সেই সুযোগটুকু পাচ্ছিলেন না হাম্মামি। অবশেষে সেই শিল্পীর স্বপ্ন পূরণ করলেন আল নাসরের রোনালদো।

নিউজটি শেয়ার করুন

প্রতিবন্ধী শিল্পীর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

২০১৭ সালে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে খেলতেন তখন ফাতেম হাম্মামি রোনালদোর প্রতিকৃতি এঁকেছিলেন। হাম্মামির এই প্রতিকৃতির একটা বিশেষত্ব ছিল। তিনি রোনালদোর প্রতিকৃতি এঁকেছিলেন পা দিয়ে। শরীরের ৮৫ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত একজন নারী শিল্পীর এমন দুর্দান্ত শিল্পকর্ম তখন নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছিল। সে সময় ইনস্টাগ্রামে পোস্ট করে ফাতেম লিখেছিলেন, ‘খুশি হতাম যদি রোনালদো আমার কাজগুলো দেখতো।’

রোনালদো ইরানে পৌঁছার পরই অফিশিয়ালরা আল নাসরের অফিশিয়ালদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এরপর তারা তারকা এই ফুটবলারের সঙ্গে হাম্মামির দেখা করার ব্যবস্থা করেন। এক হোটেলে রোনালদোর সঙ্গে দেখা হয় তার। সেখানে রোনালদোকে দুটি প্রতিকৃতি উপহার দেন ফাতেম হাম্মামি। আর রোনালদো উপহার দেন আল নাসরের জার্সি।

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরানে এসেছিলেন রোনালদো। ম্যাচের আগে ইরানের মানুষ দারুণভাবে অভ্যর্থনা জানায় তারকা এই ফুটবলারকে। মাঠে নামার আগে রোনালদোও তাদের মন জয় করে নিয়েছিলেন। বিশেষ করে ফাতেম হাম্মামির সঙ্গে দেখা করে।

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত-সমর্থক রয়েছে পুরো বিশ্বজুড়েই। তেমনই একজন ইরানের শিল্পী ফাতেম হাম্মামি নাসরাদি। রোনালদোকে নিজের একটি কাজ দেখানোর ইচ্ছে দীর্ঘদিনের, কিন্তু সেই সুযোগটুকু পাচ্ছিলেন না হাম্মামি। অবশেষে সেই শিল্পীর স্বপ্ন পূরণ করলেন আল নাসরের রোনালদো।