বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু মহাসড়কের চরভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব প্লাস নামের বাস চরভাবলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
আতাউর রহমান বলেন, ‘নিহতদের মরদেহ বঙ্গবন্ধু থানায় হস্তান্তর করা হয়েছে।’