Dhaka ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির বহু নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন : তথ্যমন্ত্রী

বিএনপি থেকে পালিয়ে বহু নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপি নামে একটি রাজনৈতিক দল গড়েছিলেন বিএনপির সাবেক প্রয়াত নেতা নাজমুল হুদা। সেই দলে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর খন্দকার।

ড. হাছান মাহমুদ বলেন, ‘একটু অপেক্ষা করুন। আরও বহুজন বিএনপি থেকে পালিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দেবে। বিএনপি তাদের দলের নেতাদের সম্মান ও মর্যাদা দিতে জানে না। এ কারণেই তাদের দলের নেতারা পালিয়ে গিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবার নির্বাচন বর্জন করলে জনগণ থেকে দলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সরকার মোটেও বিএনপির ওপর নির্যাতন চালাচ্ছে না। আওয়ামী লীগ যখন বিরোধীদলে ছিল, তখন বিএনপি সরকার আমাদের রাজপথে দাঁড়াতেই দেয়নি। সেই তুলনায় বিএনপির ওপর কোনো কিছুই হচ্ছে না। আমি আশা করছি, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।’

বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

বিএনপির বহু নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন : তথ্যমন্ত্রী

আপডেট : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি থেকে পালিয়ে বহু নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপি নামে একটি রাজনৈতিক দল গড়েছিলেন বিএনপির সাবেক প্রয়াত নেতা নাজমুল হুদা। সেই দলে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমুর খন্দকার।

ড. হাছান মাহমুদ বলেন, ‘একটু অপেক্ষা করুন। আরও বহুজন বিএনপি থেকে পালিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দেবে। বিএনপি তাদের দলের নেতাদের সম্মান ও মর্যাদা দিতে জানে না। এ কারণেই তাদের দলের নেতারা পালিয়ে গিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবার নির্বাচন বর্জন করলে জনগণ থেকে দলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সরকার মোটেও বিএনপির ওপর নির্যাতন চালাচ্ছে না। আওয়ামী লীগ যখন বিরোধীদলে ছিল, তখন বিএনপি সরকার আমাদের রাজপথে দাঁড়াতেই দেয়নি। সেই তুলনায় বিএনপির ওপর কোনো কিছুই হচ্ছে না। আমি আশা করছি, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।’