প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবার সুবিধা বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের সাইড লাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক শীর্ষক’ এক বৈঠকে একথা বলেন তিনি। এসময় কমিউনিটি ক্লিনিককে অনগ্রসর বিশ্বের জন্য মডেল হিসেবে স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা প্রয়োজন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতিসংঘের সদর দপ্তরে কমিউনিটি ক্লিনিক নিয়ে আয়োজিত সাইড লাইন বৈঠকে যোগ দেন তিনি।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের ‘কমিউনিটি ক্লিনিক’অনগ্রসর বিশ্বের জন্য মডেল হিসেবে স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গোটা বিশ্বের মানুষ যাতে এই স্বাস্থ্য সেবার সুবিধা পায় সেজন্য ধনী-গরীব সব রাষ্ট্রকে এক জোট হয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন সাড়ে ১৪ হাজারের বেশী কমিউনিটি ক্লিনিক আছে। সেখানে প্রতিদিন গড়ে সাড়ে নয় লাখ মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছেন। বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই মহাপরিকল্পনাকে কার্যকর করতে আরো পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
নারী, বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতে দুরারোগ্য ব্যাধির চিকিৎসারও উদ্যেগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এই মডেল অনুসরণ করায় উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য সেবা অনেকাংশে নিশ্চিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।