দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭৫ বার পড়া হয়েছে

সরকারের ব্যর্থতায় দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার।
আজ বুধবার বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
জমির উদ্দিন সরকার বলেন, মানুষের সমস্যা সমাধান না করে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতনে ব্যস্ত ক্ষমতাসীনরা।
আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারলে বিএনপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলের সিনিয়র এই নেতা।