প্রেসিডেন্ট বাইডেনের রাজসিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের অভ্যর্থনা ও রাজসিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর এই অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্ব কেবল আমাদের জন্য অপেক্ষা করছে না, এটি আমাদের ওপর নির্ভর করছে। একটি উন্নত ভবিষ্যত তৈরির পাশাপাশি সকলের জন্য বৃহত্তর মর্যাদা, সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করা বড় চ্যালেঞ্জ। আমাদের এক হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমি আশা করি, সামনের বছরগুলোতে এ লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করব।’
এর আগে, উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে তিনি এ আহ্বান জানান।
এ মডেলে আগ্রহীদের সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়াও তিনটি দ্বিপক্ষীয় বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা।