ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বাড়ি ফেরা নয়: আমির খসরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের কেউ বাড়ি ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট অভিমুখে লংমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাস-ট্রাক দিয়ে রোড মার্চ বন্ধ করে দেওয়ার অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এটা হচ্ছে বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের টিকে থাকার শেষ চেষ্টা। এতে শেষ রক্ষা হবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে।

‘আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবী মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গুম খুন করে, মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে কোনোভাবে রক্ষা হবে না। সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।‘ যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রত্যেকদিন নাটক করে জনগণকে দেখাতে চায় তারা বিপদ কাটিয়ে উঠেছেন।

রোডমার্চটি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানান। এছাড়া বিশ্বরোড, সরাইল কুট্টাপাড়া ও সাতবর্গে রোডমার্চকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সমবেত হন।

এর আগে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে রোডমার্চ কর্মসূচী উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বাড়ি ফেরা নয়: আমির খসরু

আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের কেউ বাড়ি ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট অভিমুখে লংমার্চ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাস-ট্রাক দিয়ে রোড মার্চ বন্ধ করে দেওয়ার অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এটা হচ্ছে বর্তমান অনির্বাচিত দখলদার সরকারের টিকে থাকার শেষ চেষ্টা। এতে শেষ রক্ষা হবে না। দেশের মালিকানা নিয়ে দেশের মানুষ বাড়ি ফিরবে।

‘আমাদের কর্মসূচি বন্ধ করে, গায়েবী মামলা দিয়ে, গ্রেপ্তার করে, গুম খুন করে, মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে কোনোভাবে রক্ষা হবে না। সম্পূর্ণ অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবে না।‘ যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ পর্যবেক্ষক পাঠাবে না, যেহেতু বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রত্যেকদিন নাটক করে জনগণকে দেখাতে চায় তারা বিপদ কাটিয়ে উঠেছেন।

রোডমার্চটি ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানান। এছাড়া বিশ্বরোড, সরাইল কুট্টাপাড়া ও সাতবর্গে রোডমার্চকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা সমবেত হন।

এর আগে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে রোডমার্চ কর্মসূচী উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।