Dhaka ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাক পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন।

জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের এই মতামত জানিয়েছে। তাদের ‘নির্বাচন মূল্যায়ন মিশন’ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করছে না। তবে নিবাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, প্রাক পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ।

চলতি বছর সার্বিক পর্যবেক্ষণ করে ফিরে গেছে ইইউ প্রাক নির্বাচনি মিশন। ৮–২৩ জুলাই বাংলাদেশ সফরে এ প্রতিনিধি দলটি পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট ও নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো মূল্যায়ন করেছে। তেমনি মূল্যায়নের জন্যে বৈঠক করে রাজনৈতিক দল, অন্যান্য কূটনীতিক মিশন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে।

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

আপডেট : ০৬:৩২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রাক পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ভিত্তিতে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন।

জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের এই মতামত জানিয়েছে। তাদের ‘নির্বাচন মূল্যায়ন মিশন’ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করছে না। তবে নিবাচনে পর্যবেক্ষক দল না পাঠালেও ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠানো হতে পারে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য।

ইউরোপীয় ইউনিয়ন বলছে, প্রাক পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ অনুযায়ী, এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ।

চলতি বছর সার্বিক পর্যবেক্ষণ করে ফিরে গেছে ইইউ প্রাক নির্বাচনি মিশন। ৮–২৩ জুলাই বাংলাদেশ সফরে এ প্রতিনিধি দলটি পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট ও নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো মূল্যায়ন করেছে। তেমনি মূল্যায়নের জন্যে বৈঠক করে রাজনৈতিক দল, অন্যান্য কূটনীতিক মিশন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে।