ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না এই বিমানবন্দরে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছর থেকে যাত্রীদের পাসপোর্টমুক্ত স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা দেবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দেশটি ছাড়ার ক্ষেত্রে যাত্রীরা এ সুবিধা পাবেন যাত্রীরা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সাল থেকে চাঙ্গি বিমানবন্দরে পাসপোর্টের বদলে ব্যবহার করা হবে বায়োমেট্রিক ডেটা পদ্ধতি। সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে এ ঘোষণা দেন। নতুন এ নীতির জন্য দেশটির অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে।

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী বলেন, পাসপোর্ট-মুক্ত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করা বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে সিঙ্গাপুর। এ পদ্ধতিতে যাত্রীরা আরও বেশি সুবিধা ভোগ করতে পারবে। তাঁদের জায়গায় জায়গায় ভ্রমণ সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে না।

এ পদ্ধতির ফলে যাত্রীরা আঙুলের স্পর্শে তাঁদের ব্যাগ সংগ্রহ, ইমিগ্রেশনের ছাড়পত্র ও বোর্ডিং পাসের সুবিধা ভোগ করতে পারবেন। তবে সিঙ্গাপুরের বাইরে অনেক দেশেই সরাসরি পাসপোর্ট ব্যবহারের নীতি রয়েছে। ওই সব দেশে সিঙ্গাপুর থেকে যেতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখতে হবে।

সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রী জানান, এরইমধ্যে চাঙ্গি বিমানবন্দরের বেশ কিছু জায়গায় বায়োমেট্রিক ও চেহারা শনাক্তকরণের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের একটি চাঙ্গি। এটি প্রায়শই বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরের খেতাব পেয়ে থাকে। এ বিমানবন্দর থেকে বিশ্বের শতাধিক এয়ারলাইনকে পরিষেবা দেওয়া হয়। এখান থেকে প্রায় ১০০টি দেশের ৪০০টির মতো শহর ও অঞ্চলে উড়োজাহাজ যাতায়াত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না এই বিমানবন্দরে

আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

আগামী বছর থেকে যাত্রীদের পাসপোর্টমুক্ত স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা দেবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দেশটি ছাড়ার ক্ষেত্রে যাত্রীরা এ সুবিধা পাবেন যাত্রীরা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সাল থেকে চাঙ্গি বিমানবন্দরে পাসপোর্টের বদলে ব্যবহার করা হবে বায়োমেট্রিক ডেটা পদ্ধতি। সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে এ ঘোষণা দেন। নতুন এ নীতির জন্য দেশটির অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে।

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী বলেন, পাসপোর্ট-মুক্ত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করা বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে সিঙ্গাপুর। এ পদ্ধতিতে যাত্রীরা আরও বেশি সুবিধা ভোগ করতে পারবে। তাঁদের জায়গায় জায়গায় ভ্রমণ সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে না।

এ পদ্ধতির ফলে যাত্রীরা আঙুলের স্পর্শে তাঁদের ব্যাগ সংগ্রহ, ইমিগ্রেশনের ছাড়পত্র ও বোর্ডিং পাসের সুবিধা ভোগ করতে পারবেন। তবে সিঙ্গাপুরের বাইরে অনেক দেশেই সরাসরি পাসপোর্ট ব্যবহারের নীতি রয়েছে। ওই সব দেশে সিঙ্গাপুর থেকে যেতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখতে হবে।

সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রী জানান, এরইমধ্যে চাঙ্গি বিমানবন্দরের বেশ কিছু জায়গায় বায়োমেট্রিক ও চেহারা শনাক্তকরণের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের একটি চাঙ্গি। এটি প্রায়শই বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরের খেতাব পেয়ে থাকে। এ বিমানবন্দর থেকে বিশ্বের শতাধিক এয়ারলাইনকে পরিষেবা দেওয়া হয়। এখান থেকে প্রায় ১০০টি দেশের ৪০০টির মতো শহর ও অঞ্চলে উড়োজাহাজ যাতায়াত করে।