বিএনপির কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৬ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোড মার্চ কর্মসূচি দিয়ে বিএনপি তাদের নেতাদের চলে যাওয়া ঠেকাতে পারবে না। তাদের কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নেতাদের চলে যাওয়া ঠেকানোর জন্য বিএনপি এখন রোড মার্চ দিচ্ছে। হয়তো ক’দিন পর আরও অন্য কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্লাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কিছুদিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। ক’দিন হাঁটা কর্মসূচি, ক’দিন বসা কর্মসূচি, ক’দিন গণমিছিল কর্মসূচি এগুলো গতানুগতিক। বিএনপিকে অনুরোধ জানাবো তাদের দল থেকে যে নেতারা চলে যাচ্ছে সেটি নিয়ে কিছু বলার জন্য।’