Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ামি জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ৭০ দেখেছেন

প্রায় দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, কিন্তু খেলতে পারলেন না ম্যাচের হাফটাইম পর্যন্তও। যুক্তরাষ্ট্রের সকার লিগে আজ (বৃহস্পতিবার) টরন্টোর বিপক্ষে ম্যাচে পায়ের চোটে প্রথমার্ধের ৩৭ মিনিটে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মেসির আগে চোটে পড়ে মাঠ ছাড়েন তার আরেক সতীর্থ জর্দি আলবাও। মেসি-আলবার চোটের ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

সবশেষ ম্যাচে আটলান্টার কাছে হারের পর এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। ম্যাচের ২৩ মিনিটে বড় একটি সুযোগও আসে মেসির সামনে। তবে আর্জেন্টাইন অধিনায়কের শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। চোটের কারণে বেশিক্ষণ মাঠেও থাকতে পারেননি তিনি। মেসির বদলি হিসেবে মাঠে নামেন টেইলর।

মেসির মতো আটলান্টার বিপক্ষে খেলতে পারেননি আলবাও। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন, তবে আলবাও চোটে পড়ে মাঠ ছাড়েন।

মেসি ও আলবা মাঠ ছাড়ার পর প্রথমার্ধের শেষ দিকে মিয়ামি এগিয়ে দেন আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াস। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে মিয়ামি। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে গোল করেন মেসির বদলি নামা টেইলর।

মিয়ামির পরের দুই গোলেও অবদান ছিল তাঁর। ৭০ মিনিটে তাঁর বাড়ানো বল থেকেই গোল করেন বেঞ্জামিন ক্রামসি। ৮৬ মিনিটে জোরালো শটে বল আবারও জালে জড়িয়ে ম্যাচসেরা হন টেইলর। এমন একপেশে জয়ের দিনে মিয়ামি কোচ জেরার্দো মার্তিনোর দুশ্চিন্তা মেসি-আলবার চোট। চোট কতটা গুরুতর, তা জানতে দুজনেরই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এই কোচ।

এই ম্যাচের আগে মেসি চোটের কারণে দুটি ম্যাচ মিস করেছেন। আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে আর মিয়ামির হয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। চোটের কারণে মেসি সামনের ম্যাচগুলোয় খেলতে না পারলে বিপদেই পড়তে পারে মিয়ামি। আর চোট সারানোর জন্য বেশি সময়ও পাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

মিয়ামি জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

আপডেট : ০৬:৫৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রায় দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, কিন্তু খেলতে পারলেন না ম্যাচের হাফটাইম পর্যন্তও। যুক্তরাষ্ট্রের সকার লিগে আজ (বৃহস্পতিবার) টরন্টোর বিপক্ষে ম্যাচে পায়ের চোটে প্রথমার্ধের ৩৭ মিনিটে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মেসির আগে চোটে পড়ে মাঠ ছাড়েন তার আরেক সতীর্থ জর্দি আলবাও। মেসি-আলবার চোটের ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

সবশেষ ম্যাচে আটলান্টার কাছে হারের পর এই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। ম্যাচের ২৩ মিনিটে বড় একটি সুযোগও আসে মেসির সামনে। তবে আর্জেন্টাইন অধিনায়কের শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। চোটের কারণে বেশিক্ষণ মাঠেও থাকতে পারেননি তিনি। মেসির বদলি হিসেবে মাঠে নামেন টেইলর।

মেসির মতো আটলান্টার বিপক্ষে খেলতে পারেননি আলবাও। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন, তবে আলবাও চোটে পড়ে মাঠ ছাড়েন।

মেসি ও আলবা মাঠ ছাড়ার পর প্রথমার্ধের শেষ দিকে মিয়ামি এগিয়ে দেন আর্জেন্টাইন ফুটবলার ফাকুন্দো ফ্যারিয়াস। ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে মিয়ামি। ৫৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে গোল করেন মেসির বদলি নামা টেইলর।

মিয়ামির পরের দুই গোলেও অবদান ছিল তাঁর। ৭০ মিনিটে তাঁর বাড়ানো বল থেকেই গোল করেন বেঞ্জামিন ক্রামসি। ৮৬ মিনিটে জোরালো শটে বল আবারও জালে জড়িয়ে ম্যাচসেরা হন টেইলর। এমন একপেশে জয়ের দিনে মিয়ামি কোচ জেরার্দো মার্তিনোর দুশ্চিন্তা মেসি-আলবার চোট। চোট কতটা গুরুতর, তা জানতে দুজনেরই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এই কোচ।

এই ম্যাচের আগে মেসি চোটের কারণে দুটি ম্যাচ মিস করেছেন। আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে আর মিয়ামির হয়ে আটলান্টার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। চোটের কারণে মেসি সামনের ম্যাচগুলোয় খেলতে না পারলে বিপদেই পড়তে পারে মিয়ামি। আর চোট সারানোর জন্য বেশি সময়ও পাচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক।