১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে কঠোর হিজাব আইনের সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে আইনে পরিণত হবে এটি।
হিজাব না পরায় পুলিশ হেফাজতে মাশা আমিনীর মৃত্যু ও নজিরবিহীন বিক্ষোভের এক বছরের মাথায় নারীদের পোশাক নিয়ে কঠোর পথে হাঁটলো ইরান। পার্লামেন্টে উত্থাপিত হিজাব আইনের সংশোধিত খসড়ার পক্ষে একশ' ৫২ ও বিপক্ষে ৩৪ ভোট পড়ে।
খসড়ায় বলা হয়েছে, অশালিন বা ইরানের আইনে অনুযায়ী যথাযথ পোশাক ছাড়া ধরা পড়লে চরম শাস্তি ভোগ করতে হবে। অভিযোগ প্রমাণ হলে, ৫ থেকে সর্বোচ্চ ১০ বছর করাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বর্তমানে প্রচলিত আইনে হিজাব আইন লঙ্ঘনকারীদের ১০ দিন থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড এবং ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ ইরানি রিয়াল জরিমানার বিধান রয়েছে।