Dhaka ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনাল না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৯:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৬ দেখেছেন

চলমান এশিয়ান গেমসের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-হংক। চীনের হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের পাশের মাঠে শেষ চারে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় দুই দলের মেয়েরা। সেমিফাইনালে ওঠার ম্যাচটির জন্য বাংলাদেশ নারী দল ও হংকং নারী দল অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। অথচ বৃষ্টির জন্য ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর দুইটায়। খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই কাভার দিয়ে ঢাকা পিচ সহ আউটফিল্ডের বেশ কিছু অংশ। গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। হংকংয়ের চেয়ে বাংলাদেশ নারী দল আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন জ্যোতিরা। গতকালও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল এভাবে না খেলেই সেমিফাইনালে উঠেছিল।

২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেদিনও যদি বৃষ্টি হয় বাংলাদেশের কপাল পুড়তে পারে। গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী বৃষ্টি বা অনাকাঙ্খিত কারণে খেলা না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি জয়ী হয়ে পরবর্তী পর্বে খেলবে।

কোয়ার্টার ফাইনাল না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৯:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

চলমান এশিয়ান গেমসের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ-হংক। চীনের হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের পাশের মাঠে শেষ চারে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুত হয় দুই দলের মেয়েরা। সেমিফাইনালে ওঠার ম্যাচটির জন্য বাংলাদেশ নারী দল ও হংকং নারী দল অপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা। অথচ বৃষ্টির জন্য ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি ছিল স্থানীয় সময় দুপুর দুইটায়। খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই কাভার দিয়ে ঢাকা পিচ সহ আউটফিল্ডের বেশ কিছু অংশ। গুড়ি গুড়ি বৃষ্টি চলমান থাকায় আম্পায়াররা একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করে অপেক্ষা করছিলেন। দুই ঘণ্টা পর খেলা বাতিল করতে বাধ্য হন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। হংকংয়ের চেয়ে বাংলাদেশ নারী দল আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে খেলবেন জ্যোতিরা। গতকালও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল এভাবে না খেলেই সেমিফাইনালে উঠেছিল।

২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেদিনও যদি বৃষ্টি হয় বাংলাদেশের কপাল পুড়তে পারে। গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী বৃষ্টি বা অনাকাঙ্খিত কারণে খেলা না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি জয়ী হয়ে পরবর্তী পর্বে খেলবে।