Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। নিহত নারীর সঙ্গে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাটি গুনগুন ও যাতায়াত পরিবহনের মধ্য ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, দুটি বাসেরই গতি ছিল বেপরোয়া।

বরিশালে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

আপডেট : ০৯:৩২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তমাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দেলোয়ারা বেগমের বাড়ি বাবুগঞ্জ উপজেলায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। নিহত নারীর সঙ্গে পাসপোর্টের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মইদুল আলম জানিয়েছেন, দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে বাস দুটিকে সরিয়ে নেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাটি গুনগুন ও যাতায়াত পরিবহনের মধ্য ঘটে। বাসের যাত্রীরা জানিয়েছেন, দুটি বাসেরই গতি ছিল বেপরোয়া।