Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের তালিকায় জায়গা হয়নি নাসিরের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৩:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৫ দেখেছেন

বিপিএলের গত আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করা নাসির হোসেন এবার বিপিএল শুরুর আগেই পেয়েছেন বড় দুঃসংবাদ। আসন্ন বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রেখেছে বিসিবি। সেই লম্বা তালিকায় জায়গা হয়নি নাসিরের।

জানা যায়, নাসিরের বিরুদ্ধে আনা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে বিপিএলসহ ঘরোয়া কোনো টুর্নামেন্টই খেলতে পারবেন না তিনি। আর সে কারণেই এবারের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি নাসিরের নাম।

জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ ছিলেন নাসির। বর্তমানে তিনি বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্ট খেলতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা নাসিরকে বিপিএল ড্রাফটে রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।’

উল্লেখ্য, নাসির হোসেনসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিশিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসিরই ভেঙেছেন তিনটি ধারা। ২০২১ সালে আরব আমিরাত টি-১০ লিগে খেলার সময় এই ধারা ভাঙেন তিনি।

বিপিএলের তালিকায় জায়গা হয়নি নাসিরের

আপডেট : ০৩:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

বিপিএলের গত আসরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করা নাসির হোসেন এবার বিপিএল শুরুর আগেই পেয়েছেন বড় দুঃসংবাদ। আসন্ন বিপিএলের জন্য প্লেয়ার্স ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রেখেছে বিসিবি। সেই লম্বা তালিকায় জায়গা হয়নি নাসিরের।

জানা যায়, নাসিরের বিরুদ্ধে আনা আইসিসির দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি না পেলে বিপিএলসহ ঘরোয়া কোনো টুর্নামেন্টই খেলতে পারবেন না তিনি। আর সে কারণেই এবারের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি নাসিরের নাম।

জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ ছিলেন নাসির। বর্তমানে তিনি বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্ট খেলতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা নাসিরকে বিপিএল ড্রাফটে রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো ঘরোয়া টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন না।’

উল্লেখ্য, নাসির হোসেনসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিশিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ আনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসিরই ভেঙেছেন তিনটি ধারা। ২০২১ সালে আরব আমিরাত টি-১০ লিগে খেলার সময় এই ধারা ভাঙেন তিনি।