বিশ্বকাপের আগে পদত্যাগ মোহাম্মদ হাফিজের
- আপডেট সময় : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
দুর্দান্ত পেস আক্রমণ ও ফর্মে থাকা ব্যাটিং লাইনআপ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানকেই ফেবারিট মানা হচ্ছিল। কিন্তু আয়োজক পাকিস্তান ফাইনালেই উঠতে পারেনি। সুপার ফোরে শুধু বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাই পারফরম্যান্সের রিভিউ করতে বসেছিল।
সে পর্যালোচনায় বসেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ, অধিনায়ক বাবর আজম, কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন, দল পরিচালক মিকি আর্থার, সহ-অধিনায়ক শাদাব খান ও টেকনিক্যাল ক্রিকেট কমিটির সদস্য মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজ। সে আলোচনার পরই পদত্যাগ করেছেন হাফিজ!
পাকিস্তান ক্রিকেট দাবি করেছে, আলোচনায় মিসবাহ ও হাফিজ ক্রমাগত এশিয়া কাপে পাকিস্তান দলের ভুলগুলো তুলে ধরেছেন এবং ম্যানেজমেন্টের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রেখেছেন।
এর পরই পদত্যাগ করেছেন হাফিজ। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট টেকনিক্যাল কমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। সম্মানসূচক পদে ছিলাম। এমন সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফ সাহেবকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তান ক্রিকেট সম্পর্কে তিনি আমার কাছে যখন ইচ্ছা সৎ মত জানতে চাইতে পারেন। পাকিস্তান ক্রিকেটের জন্য সবসময় আমার শুভকামনা থাকবে।’