যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। এসময় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধি দলের সবশেষ কার্যক্রমের ওপর সংবাদ সম্মেলনে আজরা জেয়ার বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আজরা জেয়া। এসময় আন্ডার সেক্রেটারি বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষে নির্বাচনের আহ্বান জানান।
সুষ্ঠু ও নিরপেক্ষে নির্বাচনের আহ্বান নিয়ে আব্দুল মোমেন বলেন, নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে। তবে বিএনপি নির্বাচনকে ভয় পায়। সেজন্যই তারা শান্তিপূর্ণ নির্বাচন চায় না।
এছাড়া নির্বাচন কমিশনের বিদেশি পর্যবেক্ষক আসার সুযোগ দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, তবুও আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই বিদেশি পর্যবেক্ষকের বিষয়টিকে আন্তরিকতার সঙ্গে নিয়েছে।
আব্দুল মোমেন বলেন, বাইরের দেশের সার্টিফিকেট দিয়ে আমরা চলিনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এমনকি প্রতিবেশী দেশ ভারতও বাইরের পর্যবেক্ষণ অ্যালাউ করে না।