ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামল ২১ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। ফলে ২০ সেপ্টেম্বর রিজার্ভ নেমে এসেছে ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। মাসের শুরুতে এটি ছিল ২৩ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ে বড় ধরনের পতন হওয়ায় রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। এটি গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

রিজার্ভ থেকে আমদানি ব্যয়ও মেটানো হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর জুলাই-আগস্ট মেয়াদের আমদানি দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। ফলে দ্রুত কমেছে রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

নিউজটি শেয়ার করুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নামল ২১ বিলিয়ন ডলারে

আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। ফলে ২০ সেপ্টেম্বর রিজার্ভ নেমে এসেছে ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। মাসের শুরুতে এটি ছিল ২৩ দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ে বড় ধরনের পতন হওয়ায় রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে প্রবাসীরা দেশে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। এটি গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

রিজার্ভ থেকে আমদানি ব্যয়ও মেটানো হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর জুলাই-আগস্ট মেয়াদের আমদানি দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। ফলে দ্রুত কমেছে রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে।